মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

সেপ্টেম্বরে ভারতীয় বাহিনীর হাতে শহিদ সাত কাশ্মীরি

Kashmir-protests-650x405-1

ভারতীয় দখলদার বাহিনী গত সেপ্টেম্বরে জম্মু ও কাশ্মীরের দখলকৃত অঞ্চলে সাতজনকে হত্যা করেছে। শহিদদের মধ্যে ছিলেন এক কিশোরও।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্য অনুযায়ী, শহিদদের মধ্যে তিনজনকে ভুয়া ‘এনকাউন্টার’ ও পুলিশ হেফাজতে হত্যা করা হয়। লাদাখের লেহ শহরে রাজনৈতিক অধিকার, রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে আন্দোলনরত মানুষের ওপর নির্বিচার গুলি চালিয়ে আরও চারজনকে হত্যা করে ভারতীয় বাহিনী।

পুরো মাসজুড়ে দখলদার সেনারা ১৬৩টি অভিযান ও গৃহতল্লাশি চালিয়ে অন্তত ৩৫১ জন সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীকে আটক করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন খ্যাতনামা পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। তাদের বেশির ভাগকেই জননিরাপত্তা আইন (PSA), বেআইনি কার্যক্রম প্রতিরোধ আইন (UAPA) ও জাতীয় নিরাপত্তা আইন (NSA)-এর মতো কালো আইনের আওতায় আটক রাখা হয়েছে।

সেপ্টেম্বরেই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় ভারতীয় পুলিশ ও আধাসামরিক বাহিনী। এতে গুরুতর আহত হয় অন্তত ১০১ জন। 

এ ছাড়া দমননীতিকে আরও কঠোর করে বিজেপি সরকারের নিয়ন্ত্রণাধীন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার প্রশাসন নয়টি সম্পত্তি দখল করে। এর মধ্যে রয়েছে বাড়িঘর ও কৃষিজমি। পর্যবেক্ষকদের মতে, কাশ্মীরিদের অর্থনৈতিকভাবে চেপে ধরা এবং গণভোটের দাবিকে দমন করার অংশ হিসেবেই এসব পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন