মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

ক্ষমতার হস্তান্তরের বিষয় যা বললেন সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী

সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ আল জালালি। সূত্র : আরটি অ্যারাবিক
সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ আল জালালি। সূত্র : আরটি অ্যারাবিক

দীর্ঘ ২৪ বছর শাসন করার পর বিদ্রোহীদের হাতে স্বৈরাচার বাশার আল আসাদের পতন হয়েছে। পরিবর্তিত এই রাজনৈতিক প্রেক্ষাপটে এক অনিশ্চিত সময় পার করছে দেশটি। এই সময়ে সিরিয়ার প্রধানমন্ত্রী মুহাম্মদ আল জালালি এক নতুন অধ্যায়ের সূচনায় আশাবাদ ব্যক্ত করেছেন। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি জনগণের প্রতি সহমর্মিতার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী জালালি এক বিবৃতিতে বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। এই সম্পদ সকল সিরিয়ান নাগরিকের, এটি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি সকল দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানাই—জনগণের এই সম্পদ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এগুলো শেষ পর্যন্ত আপনাদেরই।’

তিনি আরও বলেন, ‘আমি বর্তমানে আমার নিজ বাসভবনে অবস্থান করছি। শান্তিপূর্ণ উপায়ে আমি আমার অবস্থান থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। আমার লক্ষ্য হলো— রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম অব্যাহত রাখা এবং জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। আশা করি, সবাই দায়িত্বশীল ও দেশপ্রেমিক মনোভাব নিয়ে কাজ করবেন।’

বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সহযোগিতার মনোভাব প্রকাশ করে জালালি বলেন, ‘আমরা এমন বিদ্রোহীদের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত, যারা সিরিয়ান নাগরিকের ক্ষতি না করার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের বিশ্বাস, সিরিয়া সকল নাগরিকের জন্য। এটি এমন একটি দেশ, যা প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম। তবে এটি নির্ভর করবে জনগণের নির্বাচিত নেতৃত্বের উপর।’

তিনি আশ্বস্ত করে বলেন, নেতৃত্ব জনগণ নির্বাচিত করবে। আমরা তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় সব প্রক্রিয়া আমরা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করব, যাতে রাষ্ট্রীয় কার্যক্রম অব্যাহত থাকে এবং জনগণের কল্যাণ নিশ্চিত হয়।’

সূত্র: আরটি অ্যারাবিক

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন