মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

ভারত দখলকৃত কাশ্মীরে ৯৩৬ শিশুকে হত্যা করেছে ভারতীয় বাহিনী

ভারত দখলকৃত কাশ্মীরে ৯৩৬ শিশুকে হত্যা করেছে ভারতীয় বাহিনী
ভারত দখলকৃত কাশ্মীরে ৯৩৬ শিশুকে হত্যা করেছে ভারতীয় বাহিনী

ভারত দখলকৃত জম্মু-কাশ্মীরে গত ৩৭ বছরে অন্তত ৯৩৬ শিশুকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। বিশ্ব শিশু দিবস উপলক্ষে কাশ্মীর মিডিয়া সার্ভিসের রিসার্চ সেকশন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দখল-দমন ও সামরিক নির্যাতনের সবচেয়ে বেশি শিকার হচ্ছে দুর্বল শিশুরা।

১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, সিআরপিএফ, বিএসএফ, নৌবাহিনী, বিশেষ অপারেশন গ্রুপ ও পুলিশ সদস্যদের হাতে শহিদ হওয়া মোট ৯৬ হাজার ৪৮০ কাশ্মীরির মধ্যে ৯৩৬ জন শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দশকে বাবা-মা হারিয়ে কাশ্মীরে অনাথ হয়েছে অন্তত ১ লাখ ৮ হাজার শিশু। গুলি, পেলেট, পিএভিএ শেল ও টিয়ারগ্যাসে আহত হয়েছে হাজারো শিশু। অনেকেই স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে। তাদের মধ্যে রয়েছে ১৯ মাস বয়সী হিবা জান, ৪ বছরের জুহরা মজিদ, ৮ বছরের আসিফ রশিদ, ৮ বছরের ওবায়েস আহমাদ, ১০ বছরের আসিফ আহমদ শেখ ও ১৩ বছরের মীর আরাফাত।

২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ভারতীয় বাহিনীর তল্লাশি ও অভিযান বাড়ার সাথে সাথে বেড়েছে বিচারবহির্ভূত গ্রেপ্তারও। প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার কাশ্মীরির সঙ্গে গ্রেপ্তার হয়েছে বহু স্কুলশিশু ও কিশোর। পরিবারের সদস্যদের চোখের সামনে নির্যাতিত বা তুলে নিতে দেখায় শিশুদের ওপর দীর্ঘস্থায়ী মানসিক চাপ তৈরি হয়েছে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাশ্মীরে শিশুদের ওপর মানসিক আঘাত ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। কেউ কেউ নিজের চোখের সামনে পরিবারের সদস্যের হত্যাকাণ্ড দেখেছে। তিন ডজনের বেশি কাশ্মীরি নারী দীর্ঘদিন ধরে কারাবন্দী। তাদের সন্তানরা চরম উদ্বেগে দিন কাটাচ্ছে।

২০২৫ সালের ৩০ মার্চ কাথুয়া জেলার জাখোল এলাকায় তল্লাশির নামে ভারতীয় বাহিনী ১৫ ও ১৭ বছর বয়সী দুই কিশোরী ও এক নারীকে গ্রেপ্তার করে।

এ বছর ১৮ নভেম্বর শ্রীনগরের শিরিন বাগ এলাকায় তল্লাশির সময় শাহজাদা আখতার ও তাঁর স্বামী ড. উমর ফারুক ভাটকে আটক করে ইউএপিএ আইনে মামলা দেওয়া হয়। এতে তাঁদের শিশুরা অনিশ্চয়তার মধ্যে পড়ে।

বিশ্ব শিশু দিবসের দিনে এই প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে, কাশ্মীরি শিশুদের দুর্দশা যেন ভুলে না যায় বিশ্ব। ভারতকে আন্তর্জাতিক শিশু অধিকার-সংক্রান্ত বাধ্যবাধকতা মানতে চাপ দিতে হবে।

এদিকে অল পার্টিজ হুরিয়ত কনফারেন্সের মুখপাত্র অ্যাডভোকেট আবদুর রশিদ মিনহাস এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, সাত দশকের দখলদারির ফলে কাশ্মীরি শিশুদের যে ভয়াবহ দুরাবস্থা তৈরি হয়েছে, তা দ্রুত আন্তর্জাতিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া জরুরি।

সূত্র: কেএমএস

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন