মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় নতুন মসজিদে হামলার হুমকি, ইঙ্গিত ক্রাইস্টচার্চ হামলার

ab8d6ba24ef4fbca44d5aa05fce277d8364a100e

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে এক ১৬ বছর বয়সী কিশোরকে সিডনির একটি নতুন মসজিদে হামলার হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ওই কিশোর ‘The Australian Islamic House’ নামে একটি ইনস্টাগ্রাম পেজে মন্তব্যের মাধ্যমে সিডনির এডমন্ডসন পার্কে সদ্য উদ্বোধন হওয়া মসজিদে হামলার হুমকি দেয়। তার মন্তব্যে ‘ক্রাইস্টচার্চ ২.০’ শব্দটি ব্যবহৃত হয়, যা ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার ইঙ্গিত বহন করে। সেই ঘটনায় এক অস্ট্রেলীয় বন্দুকধারীর হামলায় ৫১ জন মুসলিম শহিদ হয়েছিলেন।

উল্লেখ্য, সিডনির এডমন্ডসন পার্কে অবস্থিত এই নতুন মসজিদটি পবিত্র রমজানের প্রথম দিন, গত শুক্রবার, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন