মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

খোজালি গণহত্যার ৩৩ বছর

GettyImages-613477186

আজারবাইজানের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় খোজালি গণহত্যা। ১৯৯২ সালের ২৬ ফেব্রুয়ারি, কারাবাখের খোজালি শহরে আর্মেনীয় বাহিনীর বর্বর হামলায় শত শত নিরীহ মানুষ প্রাণ হারায়। সেই নারকীয় হত্যাযজ্ঞের আজ ৩৩তম বার্ষিকী।

সোভিয়েত ইউনিয়নের পতনের পরকারাবাখ অঞ্চলে আর্মেনীয় বাহিনীর সঙ্গে সংঘাত শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে খোজালি শহরে হামলা চালায় তারা। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ট্যাংক ও ভারী গোলাবর্ষণের মাধ্যমে শহরটি দখল করে নেয় আর্মেনীয় বাহিনী।

সেই হামলায় ৬১৩ জন আজারবাইজানি নিহত হন, যাদের মধ্যে ১০৬ জন নারী, ৬৩ জন শিশু ও ৭০ জন বৃদ্ধ ছিলেন। আহত হন ৪৮৭ জন। বন্দি করা হয় ১,২৭৫ জনকে, যাদের মধ্যে ১৫০ জনের এখনো কোনো খোঁজ মেলেনি। ভয়াবহ সেই হত্যাযজ্ঞে আটটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়।

খোজালি গণহত্যা আজও আজারবাইজানের জনগণের মনে গভীর ক্ষত হিসেবে রয়ে গেছে। প্রতি বছর ২৬ ফেব্রুয়ারি দিনটিকে স্মরণ করা হয় ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা হিসেবে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন