মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

কক্সবাজার থেকে নারী ও শিশুসহ ২৯ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩ পাচারকারী

কক্সবাজার থেকে নারী ও শিশুসহ ২৯ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩ পাচারকারী
কক্সবাজার থেকে নারী ও শিশুসহ ২৯ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩ পাচারকারী

কক্সবাজারের মেরিন ড্রাইভ সৈকত এলাকা থেকে নারী ও শিশুসহ ২৯ রোহিঙ্গাকে পাচারের চেষ্টাকালে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজন পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে এ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের তথ্য অনুযায়ী, পাচারকারীরা সাম্পানযোগে ওই রোহিঙ্গাদের অন্য দেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে এবং তিন পাচারকারীকে ঘটনাস্থল থেকেই আটক করে।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের জন্য খাবার, চিকিৎসা ও অস্থায়ী থাকার ব্যবস্থা করেছে প্রশাসন। আটক তিনজনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, মানবপাচার ঠেকাতে কক্সবাজার উপকূলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঘটনাটি আবারও মনে করিয়ে দিচ্ছে, রোহিঙ্গা শরণার্থীরা এখনো কতটা অনিশ্চিত জীবনযাপন করছেন। তারা আশ্রয়শিবিরের দুর্বিষহ পরিবেশ ছেড়ে নিরাপত্তা ও ভালো জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছেন।