মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

প্রেসিডেন্ট আহমাদ আশ শারার মস্কো সফর, কী ছিলো আলোচনায় 

মধ্যপ্রাচ্য

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিন প্রাসাদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আশ শারা। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি, প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতাসহ নানা খাতে কৌশলগত অংশীদারত্বের বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট আহমাদ আশ শারা বলেন, সিরিয়া ও রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর ও ঘনিষ্ঠ। এখন দুই দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে, বিশেষ করে রুশ ফেডারেশনের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে সিরিয়ার সহযোগিতা বহুমাত্রিক; বিশেষ করে জ্বালানি খাতে রুশ বিশেষজ্ঞদের সহায়তা দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আহমাদ শারা বলেন, ‘আমরা পূর্বের সব চুক্তিকে সম্মান করি এবং এখন চেষ্টা করছি এই সম্পর্ককে এমনভাবে পুনর্গঠন করতে, যাতে সিরিয়ার স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে।’ তাঁর মতে, ‘সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা শুধু আমাদের দেশের জন্য নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্যই জরুরি।’

বৈঠক শেষে রুশ প্রেসিডেন্টের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট আহমাদ আশ শারা।

সিরিয়ার সঙ্গে ৮০ বছরের পুরোনো সম্পর্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও সিরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ৮০ বছরেরও বেশি পুরোনো। সোভিয়েত ইউনিয়নের সময়, ১৯৪১ সালে যে সম্পর্কের সূচনা হয়েছিল, তা আজও দৃঢ় ও স্থায়ী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, সিরিয়ার প্রতি রাশিয়ার অবস্থান কখনোই সংকীর্ণ স্বার্থ বা সাময়িক রাজনৈতিক বিবেচনায় নির্ধারিত হয়নি।

পুতিন দুই দেশের জনগণের ঐতিহাসিক ও সামাজিক সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে জানান, বর্তমানে চার হাজারের বেশি সিরীয় শিক্ষার্থী রাশিয়ার বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই সিরিয়ার উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

সিরিয়ায় ৫ অক্টোবর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের প্রশংসা করে পুতিন বলেন, ‘সাম্প্রতিক সংসদ নির্বাচন সিরিয়ার জন্য বড় অর্জন। কঠিন পরিস্থিতির মধ্যেও এই নির্বাচন সমাজকে ঐক্যবদ্ধ করবে।’ তাঁর মতে, এমন পদক্ষেপ রাষ্ট্রের স্থিতিশীলতা ও সংহতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রুশ প্রেসিডেন্ট বলেন, ১৯৯৩ সালে গঠিত রাশিয়া-সিরিয়া যৌথ সরকারি কমিশনের কাজ পুনরায় শুরু হওয়া দুই দেশের জন্যই ইতিবাচক দিক। এই কমিশনটির নেতৃত্ব দিচ্ছেন রুশ উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক। পুতিন জানান, কমিশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারণা নির্ধারিত হয়েছে, যা বাস্তবায়নে রাশিয়া সর্বোচ্চ চেষ্টা করবে। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

প্রেসিডেন্ট আহমদ আশ শারা ও তাঁর সফরসঙ্গীদের মস্কো সফরে স্বাগত জানিয়ে পুতিন বলেন, তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত।

প্রেসিডেন্ট আহমাদ আশ শারার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী বিষয়ক মন্ত্রী আসআদ হাসান আশ শাইবানি, প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুরহাফ আবু কাসরা, গোয়েন্দা প্রধান হুসাইন আস সালামা এবং প্রেসিডেন্ট কার্যালয়ের মহাসচিব মাহের আশ শারা।

এটি ছিল প্রেসিডেন্ট আহমদ আশ শারার প্রথম রাশিয়া সফর। এর আগে গত জুলাইয়ে পররাষ্ট্রমন্ত্রী আসআদ হাসান আশ শাইবানি মস্কো সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন। গত সেপ্টেম্বরে দামেস্কের কাসর আশ শাব প্রাসাদে প্রেসিডেন্ট আহমাদ আশ শারা রুশ উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাকের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই দেশের সম্পর্ক আরও জোরদার ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।