আফগানিস্তানের কুনার প্রদেশের নুরগাল, সওকাই, ওয়াতাপুর, মানোগি ও চাপা দারা জেলায় গত রাতের ভূমিকম্পে প্রায় ২৫০ জন প্রাণ হারিয়েছেন এবং ৫০০ জন আহত হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ প্রস্তুতি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংখ্যা চূড়ান্ত নয়, কারণ অনেক দূরবর্তী ও পাহাড়ি অঞ্চলের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভূমিকম্পে নুরগালের কয়েকটি গ্রাম সম্পূর্ণভাবে মাটির নিচে চাপা পড়েছে। স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করতে সাহায্যের আহ্বান জানাচ্ছে। সরকারি উদ্ধার টিম, প্রতিরক্ষা, অভ্যন্তরীণ ও জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের নাঙ্গারহর আঞ্চলিক হাসপাতালে বিমানযোগে নেওয়া হচ্ছে।
ইসলামিক আমিরাতের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, স্থানীয় কর্মকর্তাদের সব ধরনের সম্পদ ব্যবহার করে মানুষদের উদ্ধারে কাজ করতে হবে।
প্রাথমিক ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০ রিখটার স্কেলে। এরপর দুটি কম্পন অনুভূত হয়, যথাক্রমে ৫.২ ও ৪.৭ মাত্রায়। ভূমিকম্পের ধাক্কা কুনারের পাশাপাশি নাঙ্গারহর ও লাঘমানেও ছিল, এবং কাবুল ও খাইবার পখতুনখাওয়ায়ও কম্পন অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, জালালাবাদ শহরকে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু হিসেবে শনাক্ত করা হয়েছে।
সূত্র: তোলো নিউজ











