ভারত দখলকৃত জম্মু ও কাশ্মীরের লাদাখে সেনাবাহিনীর গাড়িতে পাথর ধসে পড়ে এক লেফটেন্যান্ট কর্নেল ও এক সৈনিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন সেনা কর্মকর্তা।
কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, লেহ জেলার দুরবুক থেকে চঙতাশ যাওয়ার পথে সেনাবাহিনীর কনভয়ের একটি গাড়িতে বড় পাথর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন লেফটেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং ও ল্যান্স দফাদার দলজিৎ সিং।
আহত তিনজন হলেন মেজর ময়াঙ্ক শুভম, মেজর অমিত দীক্ষিত ও ক্যাপ্টেন গৌরব। তাঁদের লেহর সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: কেএমএস