মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আত্মহত্যা করা ইসরায়েলি সেনা প্রতিদিন গোসল করতেন ৬ বার, কারণ জানলে চমকে উঠবেন

আত্মহত্যা করা ইসরায়েলি সেনা প্রতিদিন গোসল করতেন ৬ বার, কারণ জানলে চমকে উঠবেন
গত সোমবার সকালে আত্মহত্যা করা রিজার্ভ সেনা আরিয়েল মায়ির তামাম। ছবি : আরাবি ২১

গাজায় চলমান আগ্রাসনের প্রভাব এবার প্রকাশ পাচ্ছে ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যেও। গত সোমবার সকালে আত্মহত্যা করা রিজার্ভ সেনা আরিয়েল মায়ির তামাম কে ঘিরে উঠে এসেছে এমনই এক চিত্র।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তামাম গাজায় নিহত সেনাদের মৃতদেহ উদ্ধারে দায়িত্বপ্রাপ্ত ইউনিটে কর্মরত ছিলেন। ‘তুফানুল আকসা’ অভিযানের পর যুদ্ধক্ষেত্রে পচা ও আগুনে পোড়া লাশ দেখার অভিজ্ঞতা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে প্রতিদিন ছয়বার গোসল করতেন তিনি।

তামাম বিশ্বাস করতেন, মৃতদেহের গন্ধ যেন তার শরীর ও জামাকাপড়ে লেগে থাকে। সেই গন্ধ থেকে মুক্তি পেতেই তিনি বারবার গোসল করতেন। যুদ্ধের ভয়াবহতা তাকে এতটাই গ্রাস করে ফেলেছিল যে, শেষ পর্যন্ত নিজ বাড়িতেই আত্মহত্যা করেন এই সেনা সদস্য।

তামাম ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর ধর্মীয় শাখার একজন সদস্য। যুদ্ধক্ষেত্র থেকে নিহতদের মরদেহ সরিয়ে নেওয়ার কাজ ছিল তার দায়িত্বের মধ্যে। সংবাদমাধ্যম ‘ওয়াল্লা’ জানিয়েছে, এ ধরনের কাজ তাকে প্রচণ্ড মানসিক চাপে ফেলেছিল।

তামামের ঘটনা অনেকটা মিলে যায় আরেক রিজার্ভ সেনা দানিয়েল ইদরির সঙ্গে। গাজা থেকে ফিরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনিও। দুই সপ্তাহ আগে তিনি নিজের গাড়ি নিয়ে উত্তর ইসরায়েলের সাফেদ এলাকার এক জঙ্গলে যান এবং সেখানেই নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন।

দানিয়েলের মা জানান, তার ছেলের মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। একবার ছেলের মুখে তিনি শুনেছিলেন, ‘মা, আমি সবসময় মৃতদেহের গন্ধ পাই, চোখের সামনে ওগুলোর ছবি দেখি।’ দানিয়েলের মধ্যে ধীরে ধীরে রাগ, আতঙ্ক ও হতাশা প্রবল হয়ে উঠছিল। মাঝে মাঝেই নিজের বাসার আসবাবপত্র ভেঙে ফেলতেন।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’ জানায়, গাজায় হামলা শুরুর পর থেকে সেনাবাহিনীতে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত অন্তত ৫৪ জন সেনা আত্মহত্যা করেছেন। এর মধ্যে শুধু ২০২৫ সালেই আত্মহত্যা করেছেন ১৬ জন।

চলতি বছরে আত্মহত্যাকারীদের মধ্যে ৮ জন নিয়মিত সেনা, ৭ জন রিজার্ভ বাহিনীর সদস্য এবং একজন স্থায়ী সেনা রয়েছেন। ২০২৪ সালে আত্মহত্যা করেন ২১ জন সেনা, আর ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১৭।

‘কান’ জানায়, আত্মহত্যার হার সবচেয়ে বেশি রিজার্ভ বাহিনীর সদস্যদের মধ্যে দেখা যাচ্ছে। যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশগ্রহণের কারণে তারা ভয়াবহ মানসিক চাপের মুখে পড়ছেন।

এদিকে, সেনাবাহিনীর মধ্যে মানসিক স্বাস্থ্যসংকটও প্রকট হয়ে উঠছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধের পর এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৭৭০ জন সেনার মধ্যে যুদ্ধ-পরবর্তী মানসিক বিপর্যয় (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD) চিহ্নিত হয়েছে। ১৯ হাজার আহত সেনাদের মধ্যে প্রায় ১০ হাজার জনের মধ্যে নানা ধরনের মানসিক সমস্যার লক্ষণ পাওয়া গেছে।

সর্বশেষ