মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আরাকানে রোহিঙ্গা বাবা-ছেলেকে তুলে নিল আরাকান আর্মি

আরাকানে রোহিঙ্গা বাবা-ছেলেকে তুলে নিল আরাকান আর্মি
আরাকানে রোহিঙ্গা বাবা-ছেলেকে তুলে নিল আরাকান আর্মি। ছবি : এএনএ

আরাকানে রোহিঙ্গা এক বাবা ও ছেলেকে তুলে নিয়ে গেছে অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি। তিন দিন পর ছেলেকে ছেড়ে দেওয়া হলেও বাবার কোনো খোঁজ মেলেনি এখনো।

স্থানীয় সংবাদমাধ্যম ‘আরাকান নাও’-এর খবরে বলা হয়েছে, গত ২৪ জুলাই বুথিডং শহরের মাউং নাহ গ্রামে নিজের খামার থেকে সবজি তুলতে গিয়েছিলেন ওই বাবা ও ছেলে। এ সময় তাঁদের ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

পরবর্তীতে ফিরে আসা ছেলেটি জানায়, প্রথমে তাঁদের একটি অজানা স্থানে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দুজনকে আলাদা করে আটক রাখা হয়। এরপর থেকে বাবার অবস্থান কিংবা তাঁর সঙ্গে কী ঘটেছে, সে বিষয়ে কিছু জানে না সে।

এর আগেও গত শুক্রবার বুথিডংয়ের দুটি গ্রামে হানা দিয়ে অন্তত ৬০ জন রোহিঙ্গা কৃষককে ধরে নিয়ে যায় এই সশস্ত্র গোষ্ঠী।

বর্তমানে রাজ্যের প্রায় ৯০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে সন্ত্রাসি আরাকান আর্মি। এসব এলাকায় রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন আরও জোরালো করেছে গোষ্ঠীটি। জমিজমা দখল, মূল্যবান মালামাল জব্দ, এলাকা ছাড়তে বাধ্য করা এবং এক গ্রাম থেকে আরেক গ্রামে চলাচলে কঠোর বিধিনিষেধ—সবই এখন নিত্যদিনের ঘটনা।

প্রতিটি রোহিঙ্গা গ্রামের প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে এসব নিয়ন্ত্রণ আরও কঠোরভাবে বাস্তবায়ন করছে আরাকান আর্মি।

সর্বশেষ