মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার জবাবে তালেবানের কড়া প্রতিক্রিয়া

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘এই আদালতের কোনো ভিত্তি নেই। ইসলামি ইমারত আফগানিস্তান এই নামে কোনো আন্তর্জাতিক সংস্থাকে স্বীকৃতিই দেয় না।’
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাম্প্রতিক গ্রেপ্তারি পরোয়ানার তীব্র নিন্দা জানিয়েছে আফগান তালেবান সরকার। এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘এই আদালতের কোনো ভিত্তি নেই। ইসলামি ইমারত আফগানিস্তান এই নামে কোনো আন্তর্জাতিক সংস্থাকে স্বীকৃতিই দেয় না।’

মঙ্গলবার প্রকাশিত ওই বিবৃতিতে মুজাহিদ বলেন, ‘আইসিসি নামের এই সংস্থার কোনো বক্তব্য বা সিদ্ধান্ত ইসলামি ইমারতের শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থা ও নীতিগত অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না। আমাদের আত্মবিশ্বাস, বিশ্বাস ও নৈতিক অবস্থান এসব ভিত্তিহীন অভিযোগে টলবে না।’

তিনি আরও বলেন, আইসিসি মূলত ইসলামি শরিয়াহর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আদালতের অভিযোগ ও ভাষা ইসলাম ও মুসলমানদের প্রতি গভীর শত্রুতা ও বিদ্বেষরই বহিঃপ্রকাশ করে।

আইসিসিকে ‘দ্বৈত নীতির ধারক’ বলেও সমালোচনা করেন মুজাহিদ। তিনি বলেন, ‘গাজায় যখন দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালায়, তখন এই আদালতসহ অন্যান্য তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো নিশ্চুপ থাকে। তারা ইহুদি দখলদার রাষ্ট্রের বর্বরতাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে।’

এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এক ঘোষণায় ইসলামি ইমারতের সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখুন্দজাদা এবং আফগানিস্তানের প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের মতে, তালেবান নেতৃত্ব আফগান নারীদের ওপর পরিকল্পিতভাবে নিপীড়ন চালিয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।

তবে তালেবান বরাবরই তাদের শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থাকে ‘বৈধ, ন্যায়সংগত এবং স্বতন্ত্র’ বলে দাবি করে আসছে। তারা বহুবার আন্তর্জাতিক চাপকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে উড়িয়ে দিয়েছে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন