মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

যেকোনো সম্ভাব্য হামলার মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে : আফগান সেনাপ্রধান

আর্টিলারি বা গোলন্দাজ বাহিনী ইসলামি সেনাবাহিনীর গঠনে একটি মৌলিক স্তম্ভ হিসেবে কাজ করে
যেকোনো সম্ভাব্য হামলার মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে : আফগান সেনাপ্রধান
যেকোনো সম্ভাব্য হামলার মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে : আফগান সেনাপ্রধান। ছবি : সংগৃহীত

কাবুলে আর্টিলারি কর্মকর্তাদের স্নাতক অনুষ্ঠানে আফগান সেনাবাহিনীর চিফ অব স্টাফ ক্বারী ফসীহুদ্দীন ফিতরাত বলেন, জাতীয় সেনাবাহিনীকে যেকোনো সম্ভাব্য হুমকির মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, আর্টিলারি বা গোলন্দাজ বাহিনী ইসলামী সেনাবাহিনীর গঠনে একটি মৌলিক স্তম্ভ হিসেবে কাজ করে। এই বাহিনীর শক্তি সরাসরি পুরো সেনাবাহিনীর শক্তিকে ধারণ করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিভিন্ন সামরিক অঞ্চলের আর্টিলারি ইউনিটের ৬৫ জন পরিচালক ও কমান্ডারদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আর্টিলারি বিভাগ।

উল্লেখযোগ্য যে, গত চার বছরে ইসলামি আমিরাত আফগান সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজন করা দীর্ঘ, মধ্যম ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স থেকে ইতোমধ্যে হাজারো সেনাসদস্য স্নাতক হয়েছে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন