মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

তুরস্কে উজবেক ইমাম আটক, ফেরত পাঠানোর শঙ্কায় পরিবার

তুরস্কে উজবেক ইমাম আটক, ফেরত পাঠানোর শঙ্কায় পরিবার
তুরস্কে উজবেক ইমাম আটক, ফেরত পাঠানোর শঙ্কায় পরিবার। ছবি : DM

তুরস্কের ইস্তানবুলে উজবেক বংশোদ্ভূত ইমাম ফাজলিদ্দিন পারপিয়েভকে তার নিজ বাসা থেকে আটক করেছে দেশটির পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

২০১৮ সালে উজবেকিস্তানে হিজাব নিষেধাজনের বিরোধিতা করায় ইমামের পদ থেকে বরখাস্ত হন পারপিয়েভ। এরপর রাজনৈতিক আশ্রয়ের আশায় তিনি তুরস্কে চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গত সাত বছর ধরে তিনি তুরস্কে অবস্থান করছেন এবং বর্তমানে তিনি দেশটির নাগরিকত্বও অর্জন করেছেন।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ফাজলিদ্দিন পারপিয়েভ গাজার পরিস্থিতি এবং উজবেক সরকারের ইসলামবিরোধী নীতির সমালোচনা করে কয়েকটি ভিডিও প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, এসব বক্তব্যের জেরে উজবেক সরকার তাকে ফেরত পাঠানোর জন্য তুর্কি কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করছে।

পারপিয়েভের পরিবারের আশঙ্কা, তাকে জোর করে উজবেকিস্তানে পাঠানো হলে সেখানে তিনি নির্যাতন, বেআইনি আটক এবং রাজনৈতিক নিপীড়নের মুখে পড়তে পারেন। তার স্ত্রী এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ