গাজার পূর্বাঞ্চলের শুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্যকে স্নাইপার হামলায় হত্যা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হারাকাতুল জিহাদের সামরিক শাখা ‘সারায়া আল কুদস’। সংগঠনটি জানায়, মনতার টিলায় অবস্থানরত ওই ইসরায়েলি স্নাইপারকে তাদের এক যোদ্ধা সফলভাবে টার্গেট করে গুলি চালায়।
সামরিক বিবৃতিতে বলা হয়, মনতার টিলা এমন এক অবস্থানে যেখানে থেকে পুরো শুজাইয়া এলাকার বিস্তৃত অংশ স্পষ্টভাবে দেখা যায়। সম্প্রতি এই এলাকাটিতে ইসরায়েলি সাঁজোয়া যান ও একটি ট্যাংক মোতায়েন করা হয়েছে। টিলার চূড়ায় অবস্থান নিয়ে সেনারা গোলাবর্ষণ শুরু করলে কেঁপে ওঠে পুরো মহল্লা।
স্নাইপার হামলার ঠিক সেই সময়, হিব্রু ভাষার কয়েকটি সেন্সরবিহীন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জানায়, শুজাইয়ার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর একটি ইউনিট ফাঁদে পড়ে যায়। রিপোর্ট অনুযায়ী, ইউনিটটি গোপনে একটি বাড়িতে প্রবেশ করলে ফিলিস্তিনি যোদ্ধারা তাদের ঘিরে ফেলে এবং তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়।
এই সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়। পরে একটি সামরিক হেলিকপ্টার পাঠিয়ে তাদের সরিয়ে নেওয়া হয়। গাজার স্থানীয় বাসিন্দারাও পূর্বাঞ্চলে হেলিকপ্টার নামতে দেখার কথা নিশ্চিত করেছেন, যা থেকে ধারণা করা হচ্ছে, ওই এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে।
হিব্রু ভাষার একাধিক সূত্র দাবি করছে, শুজাইয়ার পূর্বাংশে ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে কমপক্ষে দুই ইসরায়েলি সেনা আহত হয়েছে এবং তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড জানিয়েছে, গাজার দক্ষিণের রাফাহ শহরের পূর্বাংশে আরেকটি ইসরায়েলি ইউনিট ফাঁদে পড়ে। ব্রিগেডের দাবি, সেনারা একটি বাড়িতে প্রবেশ করার মুহূর্তে সেটি বিস্ফোরিত হয়, যার ফলে ইউনিটটির সদস্যরা হতাহত হন।
সূত্র: কুদস এন