সিরিয়া ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর হাতে প্রেসিডেন্ট আহমেদ আশ শারাকে হত্যার দুটি পৃথক ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে বলে জানিয়েছেন দুই জ্যেষ্ঠ কর্মকর্তা।
সূত্র দুটি, একজন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক কর্মকর্তা ও অপরজন সিরীয় নিরাপত্তা কর্মকর্তা জানান, গত কয়েক মাসে এই দুটি ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। তাঁদের মতে, এটি দেখায় যে, ১৪ বছর ধরে গৃহযুদ্ধ-বিধ্বস্ত দেশে ক্ষমতা সুসংহত করার চেষ্টার মধ্যেই প্রেসিডেন্ট আহমদ আশ শারা সরাসরি নিরাপত্তা ঝুঁকির মুখে আছেন।

চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সিরিয়াবিষয়ক বিশেষ দূত টম বরাক জানান, প্রেসিডেন্ট আহমদ আশ শারা সোমবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগদানের একটি চুক্তিতে সই করতে পারেন। এই জোটটি আইএসবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে।
২০১৯ সালে এই জোট কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সহযোগিতায় সিরিয়ায় আইএসকে সামরিকভাবে পরাজিত করেছিল। বর্তমানে ওই কুর্দি বাহিনী সিরীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে।
সূত্র: স্কাই নিউজ আরবি











