ভারতের ইতিহাস ও মুসলিম ঐতিহ্য মুছে ফেলার ধারাবাহিকতায় এবার আওরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের নামও বদলে দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন মহাকজোট সরকার সম্প্রতি স্টেশনের নাম পরিবর্তন করে রেখেছে ‘ছত্রপতি সম্ভাজিনগর রেলওয়ে স্টেশন’।
গত শনিবার মধ্য রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ মধ্য রেলওয়ের নান্দেদ বিভাগের অধীনে থাকা এই স্টেশনের নতুন কোড নির্ধারণ করা হয়েছে ‘CPSN’। এর আগে ২০২২ সালে আওরঙ্গাবাদ শহরের নামও বদলে রাখা হয়েছিল ছত্রপতি সম্ভাজিনগর, যা মারাঠা শাসক শিবাজি মহারাজের পুত্র সম্ভাজির নামে।

এই নাম পরিবর্তন কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং ভারতের বহুত্ববাদী ইতিহাসকে একক হিন্দু পরিচয়ে রূপান্তরের এক রাজনৈতিক ঘোষণা। আওরঙ্গাবাদ নামটি ছিল মুসলিম মোগল সম্রাট আওরঙ্গজেবের স্মৃতিবাহী— যিনি ভারতের প্রশাসন, স্থাপত্য ও সংস্কৃতিতে গভীর প্রভাব রেখে গেছেন। সেই ঐতিহাসিক নাম মুছে ফেলে বিজেপি সরকার হিন্দুত্ববাদী রাজনীতির নতুন রূপ দাঁড় করাচ্ছে।
গত ১৫ অক্টোবর রাজ্য সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নাম পরিবর্তনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করে। সরকার দাবি করেছে, এটি মারাঠা ঐতিহ্যকে সম্মান জানানোর উদ্যোগ। তবে বাস্তবে এটি মুসলিম ইতিহাসকে মুছে ফেলার পরিকল্পিত প্রচেষ্টা।
উল্লেখ্য, ১৯০০ সালে হায়দরাবাদের সপ্তম নিজাম মীর উসমান আলি খানের আমলে প্রতিষ্ঠিত আওরঙ্গাবাদ রেলওয়ে স্টেশন দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন স্থাপনা। শতাধিক বছরের পুরোনো এই স্টেশনের নাম বদলে সরকারের হিন্দুত্ববাদী মানসিকতা আরও স্পষ্ট হলো।
একেরপর এক ভারতের বিভিন্ন শহর, রাস্তা ও স্টেশনের নাম কখনো হিন্দু রাজাদের নামে, কখনো পৌরাণিক চরিত্রের নামে পাল্টে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, দেশের মুসলিম অধ্যায়কে মুছে ফেলে হিন্দুত্ববাদী একক পরিচয় প্রতিষ্ঠা করা। আওরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন সেই রাজনৈতিক এজেন্ডারই আরেক ধাপ।
সূত্র: মুসলিম মিরর





