মিয়ানমারের আরাকান রাজ্যে সন্ত্রাসী আরাকান আর্মির সহায়ক একটি মাদক চক্রের হাতে এক রোহিঙ্গা যুবক নির্মমভাবে শহিদ হয়েছেন। হত্যার পর গোপনে তাঁকে দাফন করা হয়। শহিদ ব্যক্তি হলেন ‘জি ওর রহমান’, স্থানীয়ভাবে ‘মাওং মাওং’ নামে পরিচিত। হত্যাকারী ‘ও রশিদ’ ময়নামতি এলাকায় ‘মাদক সম্রাট’ নামে পরিচিত এবং তার সরাসরি সম্পর্ক রয়েছে মিয়ানমার সেনা ও আরাকান আর্মির সঙ্গে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ অক্টোবর ২০২৫ দুপুর ২টা ১০ মিনিটের দিকে রহমানকে মিথ্যা অভিযোগে হত্যা করে ওই মাদক সন্ত্রাসী। সে দাবি করে, নিহত ব্যক্তি তার পুকুর থেকে মাছ চুরি করেছে। হত্যার পরে রশিদ মাত্র ১০ জনকে সঙ্গে নিয়ে পশ্চিম দিকের একটি কবরস্থানে দ্রুত গোপনে দাফন সম্পন্ন করেন। পরে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে চালিয়ে দিতে চেষ্টা করা হলেও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সত্য উন্মোচিত হয়।
সূত্র: এএনএ





