মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

বুথিডংয়ে দুটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস করল সন্ত্রাসী আরাকান আর্মি

Screenshot-2025-05-01-134033-750x523.png

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় আরাকান রাজ্যে বুথিডং শহরের দুটি ঐতিহাসিক মসজিদ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে সন্ত্রাসী আরাকান আর্মি। স্থানীয় সূত্রের বরাতে আরাকান নাউ জানিয়েছে, কয়েক শতাব্দী পুরোনো এই মসজিদ দুটি ছিল ‘কোয়ান দাইন’ ও ‘ইওয়েট নিউ টাউং’ গ্রামে অবস্থিত।

সূত্র জানায়, ২০২৪ সালে শহর দখলের সময় সন্ত্রাসী আরাকান আর্মি ওই দুটি গ্রাম আগুনে পুড়িয়ে দেয়। ফলে গ্রামবাসীরা বাধ্য হয়ে আশপাশের এলাকায় পালিয়ে যায়। এরপর থেকে রোহিঙ্গা মুসলিমদের আর নিজ গ্রামে ফিরে যেতে দেওয়া হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, আগের অগ্নিসংযোগে টিকে যাওয়া দুটি মসজিদ সম্প্রতি সন্ত্রাসী আরাকান আর্মির সদস্যরা পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দেয়। স্থানীয়দের ভাষায়, এটি রোহিঙ্গা মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় পরিচয় মুছে ফেলার স্পষ্ট ও ঘৃণ্য প্রয়াস।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই মসজিদগুলো শুধু ইবাদতের স্থানই নয়, বরং আমাদের প্রজন্মের ইতিহাস ও সংস্কৃতির প্রতীক। সন্ত্রাসী আরাকান আর্মি ইচ্ছাকৃতভাবে আমাদের অতীত মুছে ফেলতে চাইছে।’

বর্তমানে সন্ত্রাসী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকায় নিরীহ  রোহিঙ্গা মুসলিমগণ অমানবিক নির্যাতনের শিকার। অনেকের ঘরবাড়ি ভুয়া অভিযোগে বন্ধ করে দেওয়া, সম্পত্তি বাজেয়াপ্ত করাসহ রোহিঙ্গা পরিবারগুলোকে উচ্ছেদ করছে সন্ত্রাসী এই গোষ্ঠীটি। এমনকি রোহিঙ্গা মুসলিমদের চলাচলেও আরোপ করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা—প্রতিটি রোহিঙ্গা গ্রাম এখন তাদের নিরাপত্তা চৌকিতে ঘেরা।