মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি ট্রাম্পের

গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি ট্রাম্পের
গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি ট্রাম্পের

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস যদি অস্ত্র সমর্পণ না করে, তাহলে ইসরায়েলকে গাজা যুদ্ধ পুনরায় শুরুর অনুমতি দেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে সংক্ষিপ্ত এক ফোনালাপে ট্রাম্প বলেন, হামাস যদি নিরস্ত্রীকরণে রাজি না হয়, ‘আমার এক কথাতেই ইসরায়েল আবার সেই রাস্তায় ফিরে যাবে। যদি তাদের গাজায় ঢুকেই নির্মূল করতে হয়, তাহলে তারা সেটাই করবে।’

চলতি অক্টোবরের ১০ তারিখ থেকে ট্রাম্প-প্রণীত পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ কার্যকর হয়েছে।

চুক্তির অংশ হিসেবে ইসরায়েল মুক্তি দিয়েছে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত ২৫০ ফিলিস্তিনি বন্দিকে এবং ২০২৩ সালের ৮ অক্টোবরের পর আটক হওয়া আরও ১ হাজার ৭১৮ জনকে।

তবু এখনো ইসরায়েলের কারাগারে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও আছে। তাঁরা নির্যাতন, অনাহার ও চিকিৎসা-অবহেলার শিকার হচ্ছেন। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী অনেকে সেখানে প্রাণও হারিয়েছেন।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে মার্কিন সমর্থনে ইসরায়েল গাজায় যে গণহত্যা চালিয়েছে, তাতে ৬৭ হাজার ৯১৩ জন শহিদ ও ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। পাশাপাশি খাদ্যসংকট ও দুর্ভিক্ষে মারা গেছে আরও ৪৬৩ ফিলিস্তিনি, যাদের মধ্যে ১৫৭ শিশু।