মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৯, আহত শতাধিক

1757517925165-cdskom-71ce66dc106ca745805805d006e61da7995dedd13f521caefb4a9bae11a92b6c

ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। হুথি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

হুথি প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘এখন পর্যন্ত ৯ জন নিহত ও ১১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধান চালাচ্ছে।’

হামলার পর সানার আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। শহরটি এক দশকেরও বেশি সময় ধরে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা সানা ও জাওফে হুথিদের সামরিক ঘাঁটি, প্রচারকেন্দ্র এবং জ্বালানি মজুদাগারে হামলা চালিয়েছে। বিবৃতিতে হুথিদের ‘সন্ত্রাসী শাসন’ আখ্যা দিয়ে বলা হয়, এসব স্থানে তাদের কার্যক্রম চলছিল।

অন্যদিকে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে লিখেছেন, ‘আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বিমানগুলোকে প্রতিহত করছে, যারা আমাদের দেশের ওপর আগ্রাসন চালাচ্ছে।’

আল মাসিরা টিভি জানিয়েছে, জাওফ প্রদেশে সরকারি স্থাপনাগুলোও হামলার শিকার হয়েছে।

সাম্প্রতিক এই হামলার আগে ইয়েমেন থেকে চালানো এক ড্রোন ইসরায়েলের রামন বিমানবন্দরে আঘাত হানে, যাতে একজন আহত হয় একজন।

গত মাসে ইসরায়েলি হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রীসহ অন্তত ১২ জন শীর্ষ কর্মকর্তা নিহত হন। ইসরায়েল–হুথি সংঘর্ষে এটি ছিল সবচেয়ে বড় নেতৃত্বশ্রেণির হত্যাকাণ্ড।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন