মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

গুগলের সঙ্গে ৪৫ মিলিয়ন ডলারের চুক্তি ইসরায়েলের

গুগলের সঙ্গে ৪৫ মিলিয়ন ডলারের চুক্তি ইসরায়েলের
গুগলের সঙ্গে ৪৫ মিলিয়ন ডলারের চুক্তি ইসরায়েলের

গাজায় চলমান মানবিক বিপর্যয় ও নিজেদের অপরাধ আড়াল করতে দখলদার ইসরায়েল গুগলের সঙ্গে ৪৫ মিলিয়ন ডলারের চুক্তি করেছে। মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর দপ্তরের সঙ্গে করা এই ছয় মাসের চুক্তির মূল লক্ষ্য হলো তেল আবিবের বক্তব্য বিশ্বে ছড়িয়ে দেওয়া এবং গাজায় টানা ৭০০ দিন ধরে চালানো নৃশংসতার দায় থেকে দখলদার ইসরায়েলকে রক্ষা করা।

রিপোর্টে বলা হয়েছে, জুনের শেষ দিকে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় গুগল ইসরায়েলি সরকারের বার্তা ছড়িয়ে দিতে কাজ করছে এবং গাজার ভয়াবহ মানবিক সংকটকে খাটো করে দেখাচ্ছে। নথিতে গুগলকে নেতানিয়াহুর জনসংযোগ কৌশলের প্রধান সহযোগী হিসেবে বর্ণনা করা হয়েছে।

বিজ্ঞাপনগুলো প্রচার করা হচ্ছে ইউটিউব ও গুগলের ডিসপ্লে অ্যান্ড ভিডিও ৩৬০ প্ল্যাটফর্মে। ইসরায়েলি নথিতে এগুলোকে বলা হয়েছে ‘হাসবারা’—হিব্রু শব্দ, যার অর্থ ‘প্রচার’ বা ‘দায়মোচনমূলক প্রচারণা’।

রিপোর্টে আরও বলা হয়েছে, ইসরায়েল তিন মিলিয়ন ডলার খরচ করেছে মার্কিন কোম্পানি এক্স (সাবেক টুইটার)-এ বিজ্ঞাপনের জন্য এবং ২ দশমিক ১ মিলিয়ন ডলার খরচ করেছে নিজেদের কোম্পানি আউটব্রেইন-এ।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র সে সময় বলেছিলেন, কর্তৃপক্ষ একটি ডিজিটাল ক্যাম্পেইন চালাতে পারে যাতে দেখানো হবে যে গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। এসব প্রচারণা আসলে গাজায় খাদ্য ও ওষুধ আটকানোর মতো নৃশংস বাস্তবতা আড়াল করারই চেষ্টা।

এরপর থেকে ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ইসরায়েলের সরকারি বিজ্ঞাপন ছড়িয়ে পড়ে। এসব বিজ্ঞাপনে বলা হয়, গাজায় খাদ্য সংকট নেই, অন্য সব দাবি মিথ্যা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিও ছয় মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। ভিউর বড় অংশই এসেছে বুস্ট করার কারণে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে বাড়তে থাকা সমালোচনা ঠেকাতেই ইসরায়েল এই প্রচারণা জোরদার করছে। চলতি বছরের ২ মার্চ দখলদার সেনারা গাজার সব সীমান্ত বন্ধ করে দেয়। ফলে খাদ্য, ওষুধ ও ত্রাণ প্রবেশ বন্ধ হয়ে যায়। সীমান্তে শত শত ট্রাক আটকে থাকলেও প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েল। এতে গাজা তীব্র খাদ্য সংকট ও দুর্ভিক্ষে জর্জরিত।

সূত্র: আল জাজিরা