ভারতের একটি স্কুলে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক মুসলিম ছাত্রীকে স্কুলের টয়লেটে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে ওই শিশুকে হত্যার উদ্দেশ্যে আগুন ধরানো হয়। তবে পুলিশ এ অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, এটি কোনো ‘ইচ্ছাকৃত অপরাধ’ নয়, বরং ‘সাধারণ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা’।
এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের ঘটনাকে ‘দুর্ঘটনা’ আখ্যা দেওয়া মুসলিম সম্প্রদায়ের প্রতি অব্যাহত বৈষম্য ও দমননীতির অংশ। তাঁদের প্রশ্ন, হিন্দুত্ববাদীদের হাতে একের পর এক মুসলিম নির্যাতনের ঘটনায় প্রশাসন নীরব কেন?
ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় মুসলিম পরিবারগুলো।
সূত্র: আল মারছাদুল হিন্দ











