মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আফগান যুদ্ধফেরত মার্কিন সেনারা ভুগছেন মানসিক সংকটে

আফগানিস্তান যুদ্ধ শেষে মানসিক সংকটে ভুগছেন মার্কিন সেনারা
আফগানিস্তান যুদ্ধ শেষে মানসিক সংকটে ভুগছেন মার্কিন সেনারা

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের চার বছর পূর্ণ হলো আজ। ২০২১ সালের ৩১ আগস্ট শেষ সেনা চলে যাওয়ার মধ্য দিয়ে দুই দশকের যুদ্ধের অবসান ঘটে। কিন্তু সে যুদ্ধের বোঝা এখনো বয়ে বেড়াচ্ছেন মার্কিন সেনারা, বিশেষ করে যাঁরা আফগানিস্তানে দায়িত্ব পালন করেছিলেন।

মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্য ও বিমানবাহিনীর সাবেক চিফ অব স্টাফ জেনারেল ড্যান বেকন ফক্স নিউজকে বলেন, আফগানিস্তান থেকে প্রত্যাহারের দিনটি ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন দিন। তাঁর ভাষায়, যুদ্ধ শেষে দেশে ফেরা সেনাদের অনেকেই মারাত্মক মানসিক সংকটে ভুগছেন।

মার্কিন সেনাবাহিনীর আরেক সাবেক সদস্য টম বার্ট বলেন, আফগানিস্তান থেকে সরে আসা শুধু সামরিক ব্যর্থতা নয়, নেতৃত্বেরও বড় ধরনের ব্যর্থতা।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দিনটিকে বরাবরই যুক্তরাষ্ট্রের জন্য ‘লজ্জাজনক ও ঐতিহাসিক পরাজয়’ হিসেবে বর্ণনা করে আসছেন।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন