ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলায় মানসবাল সেনাশিবিরে নিজ রাইফেলের গুলিতে ২৪ রাষ্ট্রীয় রাইফেলসের এক সেনা নিহত হয়েছেন।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়, নিহত সেনার নাম কনস্টেবল ছোটু কুমার। তিনি বিশেষ কুইক অ্যাকশন টিমের (কিউএটি) সদস্য ছিলেন। শ্রীনগর থেকে বান্দিপোরা যাওয়ার পথে মানসবাল ক্যাম্পে পৌঁছালে তিনি সামরিক ট্রাক থেকে নামেন। ওই সময় হঠাৎ তার সার্ভিস রাইফেল (একেএ-৪৭) থেকে গুলি ছুটে যায়। গুলি তার থুতনির নিচে লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি দখলকৃত কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও পেশাদারিত্বের ঘাটতিকে আবারও সামনে এনে দিয়েছে।
সূত্র: কেএমএস





