হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, গাজা দখলের যেকোনো পরিকল্পনা তাদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, গাজা দখলের চেষ্টা করলে ইসরায়েলি বাহিনীকে রক্ত দিয়ে এর খেসারত দিতে হবে। এতে আরও নতুন সেনা বন্দি হওয়ার সম্ভাবনাও তৈরি হবে বলে সতর্ক করেন তিনি।
আবু উবায়দা বলেন, কাসসাম যোদ্ধারা এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে, তাদের মনোবল দৃঢ় অটুট। তারা বীরত্ব ও আত্মত্যাগের মাধ্যমে নতুন ইতিহাস গড়বে। তার ভাষায়, ‘মুজাহিদরা আল্লাহর সাহায্যে আগ্রাসীদের কঠিন শিক্ষা দেবে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তারা ইচ্ছাকৃতভাবে জীবিত বন্দিদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে চাইছে এবং নিহত বন্দিদের লাশ চিরতরে অদৃশ্য করে দেওয়ার পরিকল্পনা করছে।
তিনি আরও জানান, কাসসাম ব্রিগেড তাদের হাতে থাকা বন্দিদের যথাসাধ্য সুরক্ষা দেবে। বন্দিরা যোদ্ধাদের সঙ্গে একই পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রে থাকবে। কোনো বন্দি শত্রুর হামলায় নিহত হলে তার নাম, ছবি ও মৃত্যুর প্রমাণ প্রকাশ করা হবে।
সূত্র: আল জাজিরা











