মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

সাংবাদিকদের টার্গেট করে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ আফগানিস্তানের

সাংবাদিকদের টার্গেট করে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ আফগানিস্তানের
সাংবাদিকদের টার্গেট করে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ আফগানিস্তানের

গাজায় সাংবাদিকদের লক্ষ্য করে হত্যাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে আফগানিস্তানের ইসলামি ইমারত। এ ঘটনাকে তারা মতপ্রকাশ ও সংবাদ স্বাধীনতার প্রকাশ্য লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

সরকারি এক বিবৃতিতে ইমারতের উপ-প্রবক্তা বলেন, গত দুই দিনে পাঁচজন সাংবাদিকসহ বহু নিরপরাধ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। তিনি জানান, জায়নবাদী বাহিনীর চলমান হত্যাযজ্ঞে ফিলিস্তিনিদের পাশাপাশি সংবাদকর্মীরাও ক্রমাগত টার্গেটে পরিণত হচ্ছেন।

সূত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত শহিদ সাংবাদিকের সংখ্যা ২৫০ জন ছাড়িয়েছে।

উপ-প্রবক্তা আরও বলেন, আমরা আবারও ফিলিস্তিনি মুসলমানদের ওপর চলমান গণহত্যা এবং দখলদার বাহিনীর নৃশংস আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিকদের হত্যা এক ভয়াবহ অপরাধ, যা কথিত বাকস্বাধীনতার দাবিদারদের ভণ্ড মুখোশ উন্মোচন করেছে। আমরা শাহাদাতবরণকারী সাহসী সাংবাদিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।