আফগানিস্তানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের ২৩ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত এক মাসে মোট ২ হাজার ৩৩৭ জন বিদেশি পর্যটক আফগানিস্তানে প্রবেশ ও প্রস্থান করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে ১ হাজার ৩০৫ জন পুরুষ ও ৬৭ জন নারী দেশটিতে প্রবেশ করেন। অন্যদিকে, ১ হাজার ৩২ জন দেশ ছেড়ে গেছেন, যাঁদের মধ্যে ৩০ জন নারী।
পরিসংখ্যানে দেখা যায়, ১ হাজার ২৮৩ জন বিদেশি স্থলবন্দর দিয়ে এবং ২২ জন বিমানবন্দর হয়ে আফগানিস্তানে প্রবেশ করেছেন। তাঁদের মধ্যে ২৩৬ জন মূলত ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান ঘুরে দেখতে এসেছিলেন। বাকিরা পড়াশোনা, চাকরি বা অন্যান্য পেশাগত কারণে দেশটিতে গিয়েছিলেন।
সবচেয়ে বেশি বিদেশি পর্যটক ও দর্শনার্থী প্রবেশ করেছেন নিমরোজ স্থলবন্দর দিয়ে। এরপর হেরাত, তোরঘুন্দ, আকিনা, ফরিয়াব, হাইরাতান ও বালখের স্থল ও বিমানবন্দর দিয়ে তাঁদের আগমন রেকর্ড করা হয়েছে।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











