মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

এক মাসে আফগানিস্তানে দুই হাজারের বেশি বিদেশি পর্যটকের আগমন

এক মাসে আফগানিস্তানে দুই হাজারের বেশি বিদেশি পর্যটকের আগমন
এক মাসে আফগানিস্তানে দুই হাজারের বেশি বিদেশি পর্যটকের আগমন। ছবি : এএফপি

আফগানিস্তানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের ২৩ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত এক মাসে মোট ২ হাজার ৩৩৭ জন বিদেশি পর্যটক আফগানিস্তানে প্রবেশ ও প্রস্থান করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে ১ হাজার ৩০৫ জন পুরুষ ও ৬৭ জন নারী দেশটিতে প্রবেশ করেন। অন্যদিকে, ১ হাজার ৩২ জন দেশ ছেড়ে গেছেন, যাঁদের মধ্যে ৩০ জন নারী।

পরিসংখ্যানে দেখা যায়, ১ হাজার ২৮৩ জন বিদেশি স্থলবন্দর দিয়ে এবং ২২ জন বিমানবন্দর হয়ে আফগানিস্তানে প্রবেশ করেছেন। তাঁদের মধ্যে ২৩৬ জন মূলত ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান ঘুরে দেখতে এসেছিলেন। বাকিরা পড়াশোনা, চাকরি বা অন্যান্য পেশাগত কারণে দেশটিতে গিয়েছিলেন।

সবচেয়ে বেশি বিদেশি পর্যটক ও দর্শনার্থী প্রবেশ করেছেন নিমরোজ স্থলবন্দর দিয়ে। এরপর হেরাত, তোরঘুন্দ, আকিনা, ফরিয়াব, হাইরাতান ও বালখের স্থল ও বিমানবন্দর দিয়ে তাঁদের আগমন রেকর্ড করা হয়েছে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন