গাজায় সহকর্মীদের মৃত্যুতে শোক জানিয়ে কয়েক ঘণ্টা না যেতেই প্রাণ হারালেন ফিলিস্তিনি সাংবাদিক হাসান দুহান। দক্ষিণ গাজার খানইউনুসের মাওয়াসি এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে শহিদ হন হায়াতুল জাদিদা পত্রিকার এই সংবাদকর্মী।
গাজায় চলমান গণহত্যা শুরুর পর থেকে সাংবাদিকদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬ জনে। এর আগে খানইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় শহিদ হন আরও চার সাংবাদিক—রয়টার্সের হুসাম আল-মিসরি, আল জাজিরার মোহাম্মদ সালামা, এপি ও ইন্ডিপেনডেন্ট আরাবিয়ার মারিয়াম আবু দাকা এবং এনবিসির মুয়াজ আবু তুহা। শহিদ হন কুদস ফিড নেটওয়ার্কের সাংবাদিক আহমদ আবু আজিজও। হাসপাতালটিতে চালানো ওই হামলায় সাংবাদিকদের পাশাপাশি আরও বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।
ফিলিস্তিনি সরকারি গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে বলেছে, সাংবাদিকদের টার্গেট করে হত্যা করা দখলদার বাহিনীর পরিকল্পিত নীতি। এর মাধ্যমে সত্য গোপন করা ও ফিলিস্তিনিদের কণ্ঠ রোধ করাই তাদের উদ্দেশ্য। বিবৃতিতে আরও বলা হয়, এই অপরাধের দায় কেবল দখলদার বাহিনীর নয়; যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্র যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সও এতে সমানভাবে জড়িত, যারা এই গণহত্যায় সরাসরি ভূমিকা রাখছে।
বিবৃতিতে আন্তর্জাতিক ও আরব সাংবাদিক সংগঠনসহ বিশ্বের সব গণমাধ্যম প্রতিষ্ঠানকে এসব হত্যাযজ্ঞের নিন্দা জানাতে আহ্বান জানানো হয়। একই সঙ্গে অপরাধীদের আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনা, দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং দখলকৃত ফিলিস্তিনে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
সূত্র: কুদস নিউজ











