নাফ নদী সীমান্তের কাছে মাছ ধরে ফেরার সময় ১২ জন বাঙালি জেলেকে অপহরণ করেছে সন্ত্রাসী আরাকান আর্মি। তারা সবাই শাহপুরি দ্বীপের বাসিন্দা।
টেকনাফ পৌরসভার কর্মকর্তা এস.কে. ইহসান উদ্দিন জানান, শনিবার দুপুরে নায়খিয়ান্দিয়া এলাকায় জেলেদের তাদের নৌকাসহ অপহরণ করা হয়।
দ্বীপের জেলেদের নৌকা মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর সতর্ক করেছেন, এই ধরনের ঘটনা পুনরায় ঘটলে জেলেদের জীবন বিপদে পড়বে। তিনি এ সমস্যা সমাধানের জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নৌকা মালিক সুলতান আহমেদ বলেন, খারাপ আবহাওয়ার কারণে জেলেরা শনিবার সকালে ফেরার চেষ্টা করছিল। তখনই তাদের অপহরণ করা হয়। অন্য নৌকাগুলোও এই ঘটনার কথা জানিয়েছে এবং অপহরণের পর জেলেদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
স্থানীয় তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে আরাকান আর্মি নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে মোট ২১১ জন বাঙালি জেলেকে অপহরণ করেছে। এর মধ্যে ১৮৯ জনকে মুক্ত করেছে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
বর্তমানে আরাকানের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে সন্ত্রাসী আরাকান আর্মি। ২০২৩ সালের নভেম্বর থেকে তারা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে বিস্তীর্ণ অঞ্চল দখল করেছে। এই সংঘর্ষে রোহিঙ্গারা ব্যাপক সহিংসতা, উচ্ছেদ, নির্যাতন এবং জোরপূর্বক সৈন্য হিসেবে নিয়োগের শিকার হয়েছে। ২০১৭ সালের গণহত্যার কারণে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।
সূত্র: এএনএ











