মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আরাকান আর্মির ক্যাম্পে রোহিঙ্গা প্রতিরোধ যোদ্ধাদের তীব্র হামলা, নিহত ৩৯ এএ সন্ত্রাসী

ছবি : এক্স হ্যান্ডেল
ছবি : এক্স হ্যান্ডেল

রোহিঙ্গাদের প্রতিরোধ সংগঠন আরএসওর সামরিক শাখা আরাকান রোহিঙ্গা ডিফেন্স ফোর্স (RDF ) আজ সোমবার ভোররাতে মংডুর সেক্টর ০৩–এর কুমিরখালী ও কাউক চাং(শীলাখালী) এলাকায় অবস্থিত সন্ত্রাসী আরাকান আর্মির একাধিক ক্যাম্পে সমন্বিত ও পরিকল্পিত একটি হামলা চালিয়েছে।

আরএসওর ভেরিফাইড এক্স একাউন্টে দেয়া বিবৃতি থেকে জানা যায়, অপারেশন শুরু হয় রাত ৩টা ২০ মিনিটে। RDF-এর ৯টি স্পেশাল র‍্যাপিড টিম এই অভিযানে অংশগ্রহণ করে।

আরএসওর দাবি, এই অভিযানে এখন পর্যন্ত আরাকান আর্মির অন্তত ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরও অনেক সদস্য গুরুতরভাবে আহত হয়েছে। শত্রুপক্ষের একাধিক ঘাঁটিতে বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আরাকান আর্মি থেকে একাধিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়া হয়েছে । তবে অন্য একটি সূত্র বলছে, নিহতের সংখ্যা ৩৯ জনেরও বেশি হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে RDF-এর প্রতিরোধ যোদ্ধারা সন্ত্রাসী আরাকান আর্মির বেশ কয়েকটি ক্যাম্প ঘিরে রেখেছে এবং অভিযানের পরবর্তী ধাপ চলমান রয়েছে। আরএসও জানায়, ‘এটি একটি ধারাবাহিক অপারেশনের অংশ এবং প্রয়োজনে নতুন টার্গেটেও হামলা চালানো হবে ইনশাআল্লাহ।’

এই আকস্মিক হামলার কারণ সম্পর্কে আরএসও জানায়,
‘এই অভিযান আরাকানে চলমান সন্ত্রাস, নিপীড়ন ও জাতিগত নির্মূল প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের ঈমানী ও প্রতিরোধমূলক দায়িত্বের অংশ। আমরা এই বিজয় আল্লাহর পক্ষ থেকে একটি নুসরাহ হিসেবে গ্রহণ করি এবং উম্মাহর নিকট দুআর আবেদন জানাই। মহান আল্লাহ যেন আমাদের এ বিজয়ী ধারাকে অব্যাহত রাখেন ও শহীদদের কবুল করেন।’

ঘটনাস্থল ঘিরে রাখা ক্যাম্পগুলোর পরিস্থিতি এখনও উত্তপ্ত। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রতিরোধ বাহিনীর একাধিক ইউনিট।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন