গাজা সীমান্তবর্তী শহর সেদরোতে কর্মরত এক ইসরায়েলি পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, ওই পুলিশ সদস্য ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের শুরু করা তুফানুল আকসা অভিযানে সরাসরি অংশ নেন। সে সময় তিনি সহকর্মীদের সঙ্গে সেদরোত থানাকে হামাস যোদ্ধাদের হাত থেকে পুনর্দখলের লড়াইয়ে যুক্ত ছিলেন। কিন্তু সেই অভিযানে বহু সহকর্মীর নিহত হওয়ার দৃশ্য তাকে গভীর মানসিক আঘাতের মধ্যে ফেলে।
খবরে আরও জানানো হয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর অন্তত ২২ জন সদস্য আত্মহত্যা করেছেন। বিষয়টি আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; গাজার যুদ্ধ শেষে ঘরে ফেরা বহু সেনার জীবনই একই করুণ পরিণতিতে শেষ হচ্ছে।
মাত্র ১০ দিন আগে উত্তর ইসরায়েলের সুইস বন এলাকায় ২৮ বছর বয়সী এক সেনা নিজের হাতে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনা নিয়ে হা’রাৎজ পত্রিকা জানায়, সামরিক পুলিশের ধারণা অনুযায়ী তিনি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে জীবন শেষ করেন।
অঘোষিত পরিসংখ্যান অনুযায়ী, শুধু গত বছরই অন্তত ১৮ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন, আর ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২১।
ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্ত বলছে, এসব আত্মহত্যার বড় অংশই গাজার যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে অবস্থান, অবিরাম মানসিক চাপ এবং লড়াইয়ের নির্মম বাস্তবতাই এ ধরনের ঘটনার প্রধান কারণ।
সূত্র: আল জাজিরা









