মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আরাকান আর্মির নিপীড়ন, বৌদ্ধদের সম্পত্তি দখল, কোথায় যাবে রোহিঙ্গারা!

রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে
রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে

আরাকান রাজ্যের বুথিডং শহরে রোহিঙ্গাদের বাড়িঘর ও দোকানপাট দখল করে নিয়েছে রাখাইন বৌদ্ধরা। শহরটি সন্ত্রাসী আর্মির দখলের পর এসব সম্পত্তি চলে গেছে রাখাইনদের হাতে। এতে শঙ্কা তৈরি হয়েছে, সংখ্যালঘু রোহিঙ্গারা হয়তো স্থায়ীভাবে তাদের সম্পত্তি হারাতে চলেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় কিছু বৌদ্ধ সন্ত্রাসী আরাকান আর্মির সহায়তায় এসব সম্পত্তি দখল করে নিয়েছে। মালিকরা সেখানে গিয়ে নিজেদের দাবি জানানোরও সুযোগ পাচ্ছেন না।

বাস্তুচ্যুত পরিবারের এক স্বজন বলেন, আমি যখন বললাম দোকানটা আমার আত্মীয়ের, তখন তারা সাফ জানিয়ে দিল, এখন এটি তাদের। তারা বলেছে, আমরা যুদ্ধে জিতেছি, তাই সব এখন আমাদের সম্পত্তি।

আরাকান আর্মি গত ১৮ মে মিয়ানমারের সেনাদের ওপর হামলা চালিয়ে বুথিডং নিয়ন্ত্রণে নেয়। দখলের রাতেই পুরো শহরে আগুন লাগানো হয়। এতে হাজারো রোহিঙ্গা মুসলিম পালিয়ে আশ্রয় নেয় ইয়াঙ্গুন, মালয়েশিয়া ও বাংলাদেশে।

আগুনে রোহিঙ্গাদের বেশির ভাগ বাড়িঘর ও দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। হাতে গোনা কয়েকটি ভবন টিকে থাকলেও আরাকান আর্মির সহযোগিতায় পরে সেগুলোর দখল নেয় রাখাইন বৌদ্ধরা।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) হিসাব অনুযায়ী, ওই ঘটনার পর এক লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাড়িঘর হারানো অনেক পরিবারের আশঙ্কা, তারা হয়তো আর কখনোই নিজেদের সম্পত্তি ফিরে পাবে না।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন