ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে মধ্যপ্রদেশের ইন্দোরে বজরং দলের চার সদস্য প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তি করেছে। মুসলিমরা প্রতিবাদ জানালে পুলিশ পরে চারজনকে আটক করে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় শাহরুখ খানের নতুন সিনেমা পাঠান মুক্তির প্রতিবাদে ইন্দোরের একটি সিনেমা হলের সামনে জড়ো হয়েছিল উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা। বিক্ষোভ চলাকালে তারা শুধু সিনেমার বিরোধিতা করেনি, বরং মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মহানবী (সা.)–কে উদ্দেশ করে অশ্রাব্য স্লোগান তোলে। এসব স্লোগানের মধ্যে ছিল কটূক্তি ও চরম অবমাননাকর বক্তব্য।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মুসলিমরা রাস্তায় নেমে এ ঘটনায় প্রতিবাদ জানায় এবং উগ্র হিন্দুত্ববাদীদের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা করে।
ইন্দোরের পুলিশ কমিশনার হরিনারায়ণাচারি মিশ্র জানান, আটক চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়া ও অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের জন্য।
ভারতে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড ক্রমেই বেড়েছে। উগ্র হিন্দুত্ববাদীরা প্রকাশ্যে মুসলিমদের ধর্ম ও বিশ্বাসকে অপমান করছে। তবে এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানালেই মুসলিম সমাজের ওপর বাড়তি নির্যাতন নেমে আসছে।
সূত্র: মুসলিম মিরর









