আরাকানের তান শৌক খান গ্রামে নিজেদের সংঘটিত গণহত্যার দায় মিয়ানমার সেনাবাহিনীর ওপর চাপিয়ে দেওয়ার জন্য রোহিঙ্গাদের ক্রমাগত চাপ প্রয়োগ করে আসছে সন্ত্রাসী আরাকান আর্মি।
২১ আগস্ট শহরের বিভিন্ন এলাকার গ্রামপ্রধান ও প্রভাবশালী ব্যক্তিদের এক বৈঠকে ডেকে পাঠায় সন্ত্রাসী আরাকান আর্মি। বৈঠকে উপস্থিত ছিলেন আরাকানের সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। তাদের সরাসরি বলা হয়, গত বছরের ২ মে সংঘটিত হত্যাযজ্ঞের দায় সেনাদের ওপর চাপাতে হবে এবং আরাকান আর্মির সম্পৃক্ততা অস্বীকার করতে হবে।
‘এএনএ’কে এক স্থানীয় সূত্র জানিয়েছে, গ্রামবাসীদের প্রকাশ্যে সেনাবাহিনীকে অভিযুক্ত করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে জোর দিয়ে বলা হচ্ছে, ওই ঘটনায় আরাকান আর্মির কোনো সম্পৃক্ততা নেই।
এক গ্রামবাসী বলেন, আমাদের জোর করে ভিডিওতে বলতে বাধ্য করা হয়েছে যে, এই গণহত্যা আরাকান আর্মি চালায়নি, বরং জান্তা সেনারা চালিয়েছে।
গণহত্যাস্থলে পুরোনো সামরিক জুতা ফেলে রাখা হয়েছিল, যাতে বোঝানো যায় সেনারা জড়িত।
সূত্র : এএনএ











