২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন দখলদারিত্বের অবসান ও কাবুল বিজয় উপলক্ষে তালেবানকে অভিনন্দন জানিয়েছিলেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান শহিদ ইসমাইল হানিয়া।
হামাসের সরকারি ওয়েবসাইট মতে, কাবুল বিজয়ের পরদিন হানিয়া তালেবানের রাজনৈতিক ব্যুরোর প্রধান মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

আলাপের সময় হানিয়া বলেন, আফগান ভূমি থেকে মার্কিন দখলদারিত্বের অবসান বিশ্বে সব ধরনের জালিমের পতনের সূচনা। এর মধ্যে প্রথমেই রয়েছে ফিলিস্তিন থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান। তিনি আফগানিস্তানের ঐক্য, শক্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং রাজনৈতিক ও গণমাধ্যমে তালেবানের ভূমিকার প্রশংসা করেন।
বরাদার হামাস নেতার এই ফোনকলের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি ফিলিস্তিন ও নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিজয় কামনা করেন এবং তিনি আশা প্রকাশ করেন, ফিলিস্তিনিরাও তাদের জিহাদ ও প্রতিরোধের মাধ্যমে একদিন বিজয় অর্জন করবে। পাশাপাশি তিনি আহ্বান জানান, সারা বিশ্বের মানুষ যেন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়।
এদিকে ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদও আফগান জনগণকে মার্কিন দখল থেকে মুক্তির জন্য অভিনন্দন জানায়। এক বিবৃতিতে তারা আফগানিস্তান ও এর জনগণের শান্তি ও নিরাপত্তা কামনা করে।
সূত্র: আল জাজিরা, আনাদোলু











