মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

ইমারাতে ইসলামিয়ার চার বছরে ৪০ সাফল্য

ইমারাতে ইসলামিয়ার চার বছরে ৪০ সাফল্য
ইমারাতে ইসলামিয়া ‍আফগানিস্তানের ররাষ্ট্রমন্ত্রী মৌলবী আমির খান মুত্তাকি। ছবি : ‍সংগৃহীত

ইমারাতে ইসলামিয়ার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাবুলের লোয়া জিরগা হলে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মৌলবী আমির খান মুত্তাকি বলেছেন, ইমারাতে ইসলামিয়ার পুনঃপ্রতিষ্ঠা আফগানিস্তানকে বিভক্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছে।

তিনি বলেন, শাসনভার নেওয়ার পর ইমারাতে ইসলামিয়া সার্বিক সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, নিরাপত্তা সুসংহত করেছে, জাতিগত, ভাষাগত ও আঞ্চলিক উত্তেজনা নিরসন করেছে এবং আফগানি মুদ্রার স্থিতিশীলতা বজায় রেখেছে। পাশাপাশি বহু বিনিয়োগকারীকে দেশের পুনর্গঠনে অংশ নিতে আকৃষ্ট করেছে।

মুত্তাকি জানান, খনি থেকে আয়ের অর্থ এখন ব্যক্তিগত পকেটে না গিয়ে সরকারি কোষাগারে জমা হচ্ছে। চার বছরে ৪১০টি ছোট বাঁধ নির্মাণ, ৬ লাখ ৫০ হাজার এতিম, বিধবা, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের সহায়তা এবং ১ কোটি ছেলে ও ২৮ লাখ মেয়ের স্কুলে শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সময়ে তাপি (গ্যাস প্রকল্প), ট্যাপ (বিদ্যুৎ প্রকল্প), কাসা-১০০০(জলবিদ্যুৎ প্রকল্প) সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক প্রকল্পের সূচনা হয়েছে, যা দেশের উন্নয়নের পথে বড় অর্জন হিসেবে বিবেচিত।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন