পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারত ইসরায়েলের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করেছে এবং সেগুলো সফলভাবে কাজ করেছে এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে ভারতের শীর্ষ সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আমরা কেবল পরীক্ষাগারে নয়, বাস্তব যুদ্ধে অস্ত্র পরীক্ষা করি। ভারত আমাদের সরঞ্জাম ব্যবহার করেছে, এবং সেগুলো যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, ভারত-ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্ক অত্যন্ত মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।
এর আগে ইসরায়েলে ভারতের রাষ্ট্রদূত জে পি সিংয়ের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। পরে তাঁর দপ্তর জানায়, ওই বৈঠকে দ্বিপক্ষীয় নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ‘অপারেশন সিঁদুর’ নামের সামরিক অভিযানে ভারত ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তৈরি বারাক ক্ষেপণাস্ত্র ও হারপি ড্রোন ব্যবহার করে। এ ছাড়া দেশীয় প্রযুক্তিতে তৈরি কিছু অস্ত্রও পাকিস্তানের হামলা প্রতিহত করতে ব্যবহৃত হয়।
সংঘাতের পেছনে ছিল কাশ্মীরের এক হামলা। এরপর চার দিন ধরে চলা ওই লড়াইয়ে দুই পক্ষের অন্তত ৭০ জন নিহত হয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। বিশ্লেষকদের মতে, এটি ছিল দুই দশকে ভারত-পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা।
এই সংঘাতে ব্যবহৃত হয় চীনের প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান, তুরস্কের ড্রোনসহ আরও নানা আধুনিক অস্ত্র ও সামরিক প্রযুক্তি।
ভারতীয় টেলিভিশন চ্যানেল WION জানায়, ওই বৈঠকে নেতানিয়াহু বলেন, ইসরায়েল উন্নত প্রযুক্তি তৈরি করছে এবং প্রতিরক্ষা খাতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করতে ইসরায়েল আগ্রহী।
টাইমস অব ইন্ডিয়ার আরও তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েল ভারতের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশ। গত এক দশকে ভারত দেশটি থেকে প্রায় ২.৯ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম আমদানি করেছে, যার মধ্যে রাডার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র রয়েছে। ধারাবাহিকভাবে এই সরঞ্জাম দিল্লিতে সরবরাহ করে যাচ্ছে তেলআবিব।
সূত্র: অ্যারাব নিউজ