মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আফগান শিশুর ফুটবলের বিরল প্রতিভা দেখে যা করল তালেবান

আফগান শিশুর ফুটবলের বিরল প্রতিভা দেখে যা করল তালেবান
আফগান শিশুর ফুটবলের বিরল প্রতিভা দেখে যা করল তালেবান

আফগানিস্তানের এক প্রত্যন্ত গ্রামের শিশু ফুটবলার জন্মগত প্রতিভা দিয়ে সবার নজর কেড়েছে। স্থানীয় মাঠে খেলা শুরু করলেও তার বল নিয়ন্ত্রণ ও কৌশল এতটাই চমকপ্রদ ছিল যে দ্রুতই তা চারপাশে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর মুখে মুখে তার খেলার গল্প পৌঁছে যায় সরকারের কানে।

ইসলামি আমিরাত সবসময় দেশের বিভিন্ন প্রান্তের লুকানো প্রতিভা খুঁজে বের করে পরিচর্যা করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায়, এই প্রতিভাবান শিশুকে রাজধানী কাবুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। উদ্দেশ্য, তার খেলাকে আরও শাণিত করা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া।

বর্তমানে শিশুটি কাবুলের বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে ফুটবলের নানা দিক শিখছে। বিশেষজ্ঞ কোচদের তত্ত্বাবধানে তার প্রতিভা বিকশিত হচ্ছে দ্রুতগতিতে। আশা করা হচ্ছে, একদিন এই ছোট্ট ফুটবলার দেশকে আন্তর্জাতিক অঙ্গনে গর্বিত করবে এবং আফগানিস্তানের তরুণদের জন্য প্রেরণার উৎস হয়ে উঠবে।

Follow Us