মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

ভারতের আসামে মুসলিমদের গ্রাম ছাড়ার আল্টিমেটাম

ভারতের আসামে মুসলিমদের গ্রাম ছাড়ার আল্টিমেটাম
ভারতের আসামে মুসলিমদের গ্রাম ছাড়ার আল্টিমেটাম। ছবি : সংগৃহীত

আসাম রাজ্যের কয়েকটি এলাকায় মুসলিম গ্রামবাসীদের আজ ৮ আগস্টের মধ্যে বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। লাউডস্পিকারে ঘোষণা দিয়ে হুমকি দেওয়া হয়েছে—সময়ের মধ্যে গ্রাম খালি না করলে জোর করে উচ্ছেদ করা হবে।

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এ পদক্ষেপ আসামে মুসলিমদের পরিকল্পিতভাবে উচ্ছেদ ও নিপীড়নের অংশ। গত কয়েক বছরে বহু মুসলিম পরিবার এভাবে গৃহহারা হয়ে বাস্তুচ্যুত হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, বিজেপি শাসিত রাজ্যে হিন্দুত্ববাদী রাজনীতি ক্রমেই সংখ্যালঘু মুসলিমদের ওপর দমনপীড়ন বাড়াচ্ছে। উচ্ছেদ, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।

এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় মুসলিমরা। নিপীড়নের ভয়ে অনেক পরিবার ইতিমধ্যে গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।

Follow Us