ইসলামি ইমারত আফগানিস্তানের সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ বিষয়ক মন্ত্রণালয় পকতিয়া প্রদেশে জাদুটোনা চর্চার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ধর্মীয় পরিদর্শক (মুহতাসিব) দলের সদস্যরা ওই দুইজনকে ইসলামবিরোধী ও কুসংস্কারপূর্ণ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করেন। তাঁদের বিরুদ্ধে পরিবারে অশান্তি সৃষ্টি, সমাজে বিশৃঙ্খলা ছড়ানো ও অর্থের বিনিময়ে কথিত জাদুবিদ্যার চর্চার অভিযোগ রয়েছে।
মন্ত্রণালয় জানায়, ইসলামি শরিয়তে এসব কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। কুসংস্কার ছড়ানো কিংবা ভুয়া আধ্যাত্মিকতার নামে প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান চলবে।
সূত্র: কাবুল ফ্রন্টলাইন











