মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

জম্মু ও কাশ্মীরে সামরিক তৎপরতা বাড়াতে বড় পরিসরে সেনা মোতায়েন ভারতের

জম্মু ও কাশ্মীরে সামরিক তৎপরতা বাড়াতে বড় পরিসরে সেনা মোতায়েন ভারতের
জম্মু ও কাশ্মীরে সামরিক তৎপরতা বাড়াতে বড় পরিসরে সেনা মোতায়েন ভারতের। ছবি : সংগৃহীত

ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরে আরও আগ্রাসী তৎপরতার অংশ হিসেবে জম্মু অঞ্চলের তিনটি জেলায় বড় পরিসরে আধাসামরিক বাহিনী মোতায়েন করছে ভারত সরকার। কাঠুয়া, উদমপুর ও সাম্বা জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ২৫টির বেশি কোম্পানি ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কোবরা কমান্ডোর দুটি ইউনিট মোতায়েন করা হয়েছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়, গেরিলা যুদ্ধ ও জঙ্গল অভিযানে দক্ষ কোবরা কমান্ডোদের এত বড় সংখ্যায় জম্মু অঞ্চলে মোতায়েন এই প্রথম। সীমান্তবর্তী এলাকায় ‘অভিযান জোরদার’ করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানানো হয়েছে, এই মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বোচ্চ পর্যায় থেকে। এতে বোঝা যাচ্ছে, আগে যেখানে মূলত ভারতীয় সেনাবাহিনীর ওপর নির্ভরতা ছিল, এখন সেখান থেকে কৌশলগতভাবে আধাসামরিক বাহিনীর দিকে ঝুঁকছে নয়াদিল্লি। উল্লেখযোগ্য যে, ইতিমধ্যে কাঠুয়ায় ভারতীয় সেনাবাহিনীর দুটি ব্রিগেড মোতায়েন রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ২০০০ সালের গোড়ার দিককার কৌশলই আবারও ফিরিয়ে আনছে ভারত। উঁচু এলাকাগুলোতে দখলদারি ও অভ্যন্তরীণ এলাকায় সেনা বাড়িয়ে পুরো অঞ্চলকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।

বিশ্লেষকদের মতে, কাশ্মীর সংকটের রাজনৈতিক বা মানবাধিকার সংশ্লিষ্ট দিকগুলো উপেক্ষা করে ভারত শক্তি প্রদর্শনের পথেই এগোচ্ছে। এতে দখলকৃত জম্মু ও কাশ্মীরে দমন-পীড়নের পরিবেশ আরও প্রকট হবে এবং ভয়ের সংস্কৃতি আরও তীব্র হবে বলে মনে করছেন তারা।