মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

মোসাদের ব্যর্থতায় হতাশ ইসরায়েল, শিন বেট তৈরি করছে নতুন ইউনিট

মধ্যপ্রাচ্য ডেস্ক

হামাসের বিরুদ্ধে অন্যতম প্রধান লক্ষ্য বাস্তবায়নে গোয়েন্দা সংস্থা মোসাদের ব্যর্থতায় হতাশা ছড়িয়ে পড়েছে ইসরায়েলের নিরাপত্তা মহলে। ইসরায়েলি দৈনিক মাআরিভ জানিয়েছে, বন্দিমুক্তি আলোচনায় অগ্রগতি না থাকায় মোসাদ এবং এর প্রধানের ওপর চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে শিন বেট (শাবাক) হামাসের বিদেশি শাখা নিয়ে কাজের জন্য একটি নতুন ইউনিট গঠন করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের বিদেশি নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে মোসাদ ইচ্ছাকৃতভাবে অনাগ্রহ দেখাচ্ছে—এমন অভিযোগ উঠেছে নিরাপত্তা মহলের একাংশ থেকে। তাঁদের দাবি, মোসাদ কার্যত এই ইস্যুতে নিষ্ক্রিয় থেকেছে, ফলে বাধ্য হয়ে শিন বেটকে দায়িত্ব নিতে হয়েছে, যদিও এটি সংস্থাটির মূল দায়িত্বের আওতায় পড়ে না।

মাআরিভ আরও জানিয়েছে, যেসব হামাস নেতাকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, তারা এখনো অবাধে চলাফেরা করছেন। অথচ তাদের প্রতিহত করতে পারছে না মোসাদ। এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার জন্য বড় ধরনের ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে।

পত্রিকাটির ভাষ্য, গোটা পরিস্থিতি ইসরায়েলকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে। দেশটির ইতিহাসে এটি অন্যতম বড় গোয়েন্দা ও কূটনৈতিক ব্যর্থতা হিসেবে বিবেচিত হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ইসরায়েল তাদের ঘোষিত দুইটি প্রধান লক্ষ্যেই ব্যর্থ হয়েছে: গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করা এবং জিম্মিদের মুক্ত করা।