মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

এসডিএফের হামলায় উত্তপ্ত আলেপ্পো, পাল্টা প্রতিক্রিয়ায় সিরিয়া-তুরস্ক

এসডিএফের হামলায় উত্তপ্ত আলেপ্পো, পাল্টা প্রতিক্রিয়ায় সিরিয়া-তুরস্ক
এসডিএফের হামলায় উত্তপ্ত আলেপ্পো, পাল্টা প্রতিক্রিয়ায় সিরিয়া-তুরস্ক। ছবি : সংগৃহীত

সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন ‘সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’ বা এসডিএফ-এর রকেট হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। শনিবার কিয়ারিয়া ও সাঈদ গ্রামে চালানো হামলায় সিরীয় সেনাবাহিনীর চার সদস্য এবং তিনজন বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সীমান্তবর্তী এসব গ্রামে হামলার উৎস চিহ্নিত করে পাল্টা জবাব দেওয়া হচ্ছে। রাত ৯টা ৪০ মিনিটের দিকে আলেপ্পোর মঞ্জিব এলাকার কিয়ারিয়া গ্রামের কাছে সিরীয় সেনাবাহিনীর একটি অবস্থানে হামলার চেষ্টা চালায় এসডিএফ। তবে সেই হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি তাদের।

এদিকে, দেইর আজ জোর প্রদেশ থেকে ‘ইনাব বালাদি’ সংবাদমাধ্যমের একজন প্রতিবেদক জানিয়েছেন, তুরস্কের একটি ড্রোন এসডিএফের একটি ঘাঁটিতে হামলা চালায়। এতে এসডিএফের বাহিনীর কয়েকজন সদস্য নিহত হন।

প্রতিবেদনে আরও জানানো হয়, এসডিএফের ১৪টি সাঁজোয়া যান ও অস্ত্রধারী সদস্যদের বহর রাক্কার তাবকা শহর থেকে মঞ্জিবের দিকে রওনা হয়েছে।

এদিকে, খাফসা ফ্রন্টেও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে সিরীয় বাহিনী।

অন্যদিকে এসডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ ভিত্তিহীন। বরং সরকারের অনুগত ‘অবাধ্য’ মিলিশিয়ারা দেইর হাফার এলাকার সংঘর্ষরেখায় বারবার উসকানি ও হামলা চালাচ্ছে বলে অভিযোগ তাদের।

এসডিএফের মিডিয়া অফিসের দাবি, শনিবার রাতে এই মিলিশিয়াদের ছোড়া মর্টার গোলা ঘনবসতিপূর্ণ এলাকায় অন্তত ১০টির বেশি আঘাত করেছে। তারা অভিযোগ করেছে, এসব হামলার পেছনে কোনো যৌক্তিকতা ছিল না।

তাদের ভাষ্য, তারা কেবল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে এবং গুলির উৎস লক্ষ্য করেই পাল্টা জবাব দিয়েছে। পাশাপাশি এসডিএফ যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়ে বলেছে, সরকারের উচিত তার নিয়ন্ত্রণাধীন এইসব অনিয়ন্ত্রিত গোষ্ঠীকে থামানো।

এর আগে, ৩১ জুলাই দেইর হাফারে এসডিএফ ও সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকার সংযোগস্থল রাসম আদ দোয়ালি সেতু একটি বিস্ফোরণে ধ্বংস হয়।

২৯ জুলাই কাসাদ খাফসা শহর ও আশপাশের এলাকায় মাটি দিয়ে বাঁধ নির্মাণ করে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে।

এসডিএফ নেতা গ্রেপ্তার

৩১ জুলাই দেইর আজ জোরে একটি অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করে সিরিয়ার নিরাপত্তা বাহিনী। পরে জানা যায়, ধৃতদের একজন এসডিএফের একজন দায়িত্বপ্রাপ্ত নেতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তার কাছ থেকে প্রাপ্ত নথিপত্রে এসডিএফের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে।

প্রদেশটির নিরাপত্তা প্রধান জরার আশ শামলান জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া, ২৪ জুলাই দেইর হাফার এলাকায় পথ হারিয়ে এসডিএফের একটি তল্লাশিচৌকিতে ঢুকে পড়ায় ১১ জন সিরীয় সেনাকে আটক করা হয়। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, পরদিন সকালেই তাদের মুক্তি দেওয়া হয়।

সর্বশেষ