মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

গজনীতে বিধবা নারীর জোরপূর্বক বিয়ে ঠেকাল তালেবান প্রশাসন

14-17-720x470

আফগানিস্তানের গজনী প্রদেশে এক বিধবা নারীকে তাঁর মতামত উপেক্ষা করে বিয়ে দেওয়ার উদ্যোগ ব্যর্থ করে দিয়েছে তালেবান সরকারের ‘সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ’বিষয়ক মন্ত্রণালয়। ঘটনাটি থেকে সৃষ্ট পারিবারিক বিরোধও মীমাংসা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রাদেশিক কর্মকর্তারা বাখতার নিউজ এজেন্সিকে জানিয়েছেন, গজনী শহরের একটি পরিবার ওই নারীর সম্মতি ছাড়াই তাঁর বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। বিষয়টি জানার পরপরই মন্ত্রণালয়ের কর্মকর্তারা হস্তক্ষেপ করেন।

এক বিবৃতিতে জানানো হয়, তদন্তের পর কর্মকর্তারা বিয়ের উদ্যোগটি বন্ধ করতে সক্ষম হন এবং দুই পরিবারের মধ্যে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করেন।

তালেবান প্রশাসন জানিয়েছে, ইসলামি মূল্যবোধ রক্ষা এবং বিশেষ করে বিয়ের ক্ষেত্রে নারীর সম্মতি নিশ্চিত করাকে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। বিবৃতিতে আরও বলা হয়, ‘সমাজে ইসলামি ন্যায়বিচার ও নীতিমালা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান থাকবে।’

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন