ভারত দখলকৃত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনাবাহিনীর পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে একজন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন, যাঁদের একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)।
কাশ্মীর মিডিয়া সার্ভিস (কেএমএস) জানায়, শনিবার সকালে জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে নিয়মিত টহল বা ‘এরিয়া ডমিনেশন প্যাট্রোল’ চালানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। টহল দলের পায়ের নিচেই মাইনটি বিস্ফোরিত হয় বলে ধারণা।
সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতীয় বাহিনী দীর্ঘদিন ধরে ‘সুরক্ষার’ নামে ল্যান্ড মাইন পুঁতে রাখে। তবে এসব মাইন অনিরীক্ষিত অবস্থায় পড়ে থাকার কারণে প্রায়ই ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি শুধু দখলদার বাহিনীর অব্যবস্থাপনাই তুলে ধরছে না, বরং বেসামরিক মানুষের জীবনকেও মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে।
সূত্র: কাশ্মীর মিডিয়া সার্ভিস (KMS)