মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

যে প্রদেশে চার বছরে হয়নি কোনো অপরাধ, যা বলল তালেবান পুলিশ

পুলিশপ্রধান ইখতিয়ার মোহাম্মদ মুজাম্মিল।
নুরিস্তানের পুলিশপ্রধান ইখতিয়ার মোহাম্মদ মুজাম্মিল। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পার্বত্য প্রদেশ নুরিস্তানে গত চার বছরে একটি ঘটনাও ঘটেনি, যা নিরাপত্তা পরিস্থিতিকে বিঘ্নিত করেছে—এমনটাই জানিয়েছেন প্রদেশটির পুলিশপ্রধান ইখতিয়ার মোহাম্মদ মুজাম্মিল। তাঁর ভাষায়, তালেবান ক্ষমতায় আসার পর থেকে নুরিস্তান পুরোপুরি শান্তিপূর্ণ ও স্থিতিশীল রয়েছে। এই অবস্থাকে তিনি আধুনিক সময়ের এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন।

এইচ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মুজাম্মিল বলেন, ‘এমন নিরাপত্তা পরিস্থিতি সম্ভব হয়েছে এখানকার জনগণের আন্তরিক সহযোগিতা ও প্রশাসনের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সমন্বয়ের ফলে। স্থানীয় জনগণ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে যে আস্থা ও বোঝাপড়া গড়ে উঠেছে, সেটাই আজকের শান্তিপূর্ণ নুরিস্তানের ভিত্তি।’

উল্লেখ্য, নুরিস্তান আফগানিস্তানের একটি দুর্গম ও পাহাড়ি প্রদেশ, যেখানে আগে মাঝেমধ্যে সহিংসতা ও নিরাপত্তাজনিত ঘটনা ঘটত। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামি ইমারতের শাসনে অঞ্চলটি রূপ নিয়েছে একটি স্থিতিশীল ও সহিংসতামুক্ত এলাকায়।

সর্বশেষ