গত এক মাসে ইরান থেকে আফগানিস্তানে ফেরা শরণার্থীদের সহায়তায় প্রায় ২ বিলিয়ন আফগানি বিতরণ ও ব্যয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শরণার্থী বিষয়ক উচ্চ কমিশন।
ইসলাম কালা সীমান্তে এক সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য মৌলবী আহমদুল্লাহ ওয়াসিক বলেন, ‘ইরানফেরত প্রতিটি শরণার্থীকে প্রতিদিন ২ হাজার আফগানি করে সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিদিন এ খাতে ব্যয় হচ্ছে প্রায় ৩০ মিলিয়ন আফগানি।’
তিনি জানান, শরণার্থীদের খাদ্য, যাতায়াত, চিকিৎসাসেবা ও নিবন্ধনসহ সব ধরনের সেবা বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এই সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
ওয়াসিক বলেন, ইসলামি ইমারত আফগানিস্তান প্রত্যক্ষভাবে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি তিনি দেশের ব্যবসায়ী, দাতব্য সংস্থা ও সম্পদশালী মানুষদের প্রতি আহ্বান জানান শরণার্থীদের পুনর্বাসনে ঘরবাড়ি নির্মাণসহ সহায়তার জন্য এগিয়ে আসার।
ইসলাম কালা সীমান্ত প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই সীমান্তপথে প্রায় ১০ লাখ আফগান শরণার্থী দেশে ফিরেছেন। ইরান থেকে শরণার্থীদের ফেরত আসার প্রক্রিয়া এখনও চলছে।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি