মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

তালেবান গোয়েন্দা নেটওয়ার্কের প্রশংসা করলেন উজবেক গোয়েন্দা প্রধান

তালেবান সরকারের গোয়েন্দা সংস্থা ‘জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই)’–এর দক্ষতা ও কার্যক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন উজবেকিস্তানের গোয়েন্দা প্রধান কুরবানভ বাহাদুর।

সম্প্রতি তিনি তালেবান গোয়েন্দা প্রধান মোল্লা আব্দুল হক ওয়াসিকের সঙ্গে বৈঠক করেন। সেখানে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি এবং চরমপন্থী সংগঠনগুলোর কার্যক্রম রোধে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বাহাদুর বলেন, আফগানিস্তানের ইসলামি ইমারতের গোয়েন্দা সংস্থা খুব অল্প সময়ের মধ্যেই আইএস (দাঈশ)-এর মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে দমন করতে সক্ষম হয়েছে। তাদের গোয়েন্দা নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী। আইএস-এর অধিকাংশ সদস্যকে তারা সফলভাবে নির্মূল করেছে।

বিশ্লেষকদের মতে, তালেবান সরকারকে ঘিরে আঞ্চলিক শক্তিগুলোর নিরাপত্তাবিষয়ক উদ্বেগ সত্ত্বেও এই ধরনের সরাসরি প্রশংসা, বিশেষ করে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা থেকে আসা, এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

সর্বশেষ