মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

জুলাই জুড়ে রাফায় কাসসামের ধারাবাহিক হামলা

জুলাই জুড়ে রাফায় কাসসামের ধারাবাহিক হামলা
জুলাই জুড়ে রাফায় কাসসামের ধারাবাহিক হামলা। ছবি : আল জাজিরা

গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফায় জুলাই মাসজুড়ে একাধিক হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড। এসব অভিযানে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়ে তাদের মধ্যে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটায় কাসসাম যোদ্ধারা।

১৫ জুলাই, রাফার আল-শওকা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীকে প্রবেশে প্রলুব্ধ করে কাসসাম যোদ্ধারা। এরপর সেই বাড়িতে পেতে রাখা শক্তিশালী বিস্ফোরক চালিয়ে সেনাদের ওপর আঘাত হানে তারা। এতে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়।

১৭ জুলাই, রাফার পূর্বাঞ্চলের আল-জুনেইনা এলাকায় ইসরায়েলের একটি ৮ সদস্যের ইঞ্জিনিয়ারিং ইউনিটকে টার্গেট করে একযোগে দুটি বিস্ফোরণ ঘটায় কাসসাম। সংগঠনটির দাবি, এতে ইউনিটটির একাধিক সদস্য নিহত হয়।

২১ জুলাই একই এলাকায় আরেকটি বড় ধরনের হামলা চালানো হয়। সেদিন ১০ জন ইসরায়েলি সেনা একটি বাড়ির ভিতরে আশ্রয় নিলে, কাসসাম যোদ্ধারা সেই বাড়িতে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে ভবনটি ধসে পড়ে এবং সেনারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়।

সবশেষে, ২২ জুলাই ‘মাশরুয়া মোড়’ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি ৭ সদস্যের দলকে লক্ষ্য করে টেলিভিশন-চালিত বিস্ফোরক ব্যবহার করে হামলা চালায় কাসসাম যোদ্ধারা। এতে সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটলে, তাদের ইসরায়েলি হেলিকপ্টার এসে সরিয়ে নেয়।

সর্বশেষ